কিশোরগঞ্জ নিকলীতে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রাকিব (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার(৫ মে) বিকাল ৪ টা ৪৫ মিনিটে উপজেলার নিকলী সদর ইউনিয়নের কুশা পশ্চিম হাটি থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোঃ রাকিব উপজেলার নিকলী সদর ইউনিয়নের কুশা পশ্চিম হাটি এলাকার আবুল হামিদ ছেলে। নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিকলী থানার এস আই মোঃ ইকবাল হোসেন নেতৃত্বে এএসআই আব্দুল সালাম, এএসআই সাকলান, এএসআই
আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে তাকে আটক করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।