বিএনপির উদ্দেশে আওয়ামীলীগের মহিলা সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন পাকিস্তানি কায়দায় বাংলাদেশে নির্বাচন হবে না। কে আসবে আর কে আসবে না সেটা দেখার সময় আমাদের নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাবে। তিনি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা যাবে না। বিএনপি ছাড়াই ৪৪টি রাজনৈতিক দল নির্বাচনে আছে। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে। মনে রাখবেন দ্বাদশ জাতীয় নির্বাচন কোনো ছেলে খেলা নয়। এটা ভাগ্য উন্নয়নের নির্বাচন। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য চুমকি এমপি বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরির পূবাইল মেট্রো থানার কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূবাইল থানায় নৌকার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাসানুল বান্না মজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব সোলেমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ সাবেক কাউন্সিল ৪০ নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি, কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা ৪১ নং ওয়ার্ড মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, যুবলীগ নেতা শেখ হালিম, মামুনুর রশিদ ভূঁইয়া,আমিনুল, মামুন, শফিকুল, আশরাফুল ভূঁইয়া, আমিনুল, মামুন, শফিকুল, আশরাফুল। পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেন মেরাজ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, মোঃ মিন্টু মিয়া প্রমুখ সহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।