ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

নড়াইলে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বুধবার ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর
নড়াইলে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক’ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০জন প্রতিভাবান খেলোয়াড় শিক্ষার্থীর মাঝে এ চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাসসহ অনেকে।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত চেকের মধ্যে নয়জনকে ২৪ হাজার করে এবং একজনকে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।

ফুটবল, ক্রিকেট, ভলিবল, আর্চারি, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক’ প্রদান করা হয়েছে।