ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে সমাজসেবার ৬২লাখ টাকার চেক প্রদান

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : সোমবার ১২ অগাস্ট ২০২৪ ০৮:১৭:০০ অপরাহ্ন | খুলনা
নড়াইলে চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১২৪ জন অসুস্থ রোগীর মাঝে ৬২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, ডাক্তার সুব্রত কুমার, সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীনসহ অনেকে।  

শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীন জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এর মধ্যে নড়াইল সদরে ১০২ জন রোগীর মাঝে ৫১ লাখ টাকার চেক এবং শহর সমাজসেবার আওতায় ২২জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়।



সবচেয়ে জনপ্রিয়