ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন

বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : রবিবার ১২ জানুয়ারী ২০২৫ ০১:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

রোববার দুপুরে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের শেরেবাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ঘণ্টার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের প্রধান দাবিগুলো হলো-

পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, যারা সাজা শেষ বা খালাসপ্রাপ্ত, তাদের মুক্তি এবং চাকুরীচ্যুতদের পুনরায় চাকুরীতে অন্তর্ভুক্তি সহ সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান, বিশেষ আদালতগুলোর মাধ্যমে বিডিআর সদস্যদের বিরুদ্ধে হওয়া প্রহসনমূলক বিচার ব্যবস্থা বাতিল এবং স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা।

এ মানববন্ধনে হাবিলদার মাহবুব আলম, ছাত্র সমন্বয়ক মাহফুজুর রহমানসহ চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা বক্তব্য রাখেন। 

তারা জানান, ১৫৩ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং ১৮ হাজার বিডিআরকে চাকুরীচ্যুত করা হয়েছে। 

বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (BSF) এর সাথে বিডিআরের তুলনায় বাংলাদেশ কখনোই ছোট যুদ্ধে পরাজিত হয়নি। 

তারা দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা 'র' এর সহযোগিতায় পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারপ্লান বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। 

বায়ান্ন/প্রতিনিধি/একে