ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা

ফটিকছড়ি প্রতিনিধি: : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৯:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ফটিকছড়ি পৌরসভা বিবিরহাটস্থ রেযায়ে মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়ার মাদরাসায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 
শবিবার (৭ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নাবী, মাদরাসার প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ-অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নূরুল আমীন রেজভীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, জয়নাল আবেদীন চৌধুরী৷
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মুস্তফা কামাল। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সচিব, সৈয়দ মুহাম্মদ আসিফ উল্লাহ।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখা (সুন্দরপুর) সভাপতি সাহাব উদ্দিন বাপ্পু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ফটিকছড়ি (উত্তর) উপজেলা, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ভূঁইয়া। গ্লোবাল শাখার সদস্য শফিউল আজম।
এ-ছাড়াও প্রচার সম্পাদক জামশেদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ জাহেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ হাছান উদ্দিন, হাফেজ মুহাম্মদ মাহফুজ, হাফেজ মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ আখতারুল ইসলাম , হাফেজ মুহাম্মদ সাইফুদ্দীন ও প্রমুখ। 
অনুষ্ঠানে বক্তারা, পবিত্র ঈদে মিলাদুন্নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব ও মর্যাদার কথা তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।