পাবনার বেড়া উপজেলায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু শিক্ষার্থী ভাইবোন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রাামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর নাটিয়াবাড়ি এলাকার বসত বাড়ির সামনের সীমানা দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে ককটেল ফেলে রেখেছিল।
সোমবার দুপুরে স্কুল ছুটির পর অভি ও মন্দিরা বাড়ি ফিরছিল। তারা কাপড়ে পেঁচিয়ে রাখা ককটেলকে টেনিস বল মনে করে অভি পরিত্যক্ত ককটেলকে লাথি দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভাই বোন দু’জন গুরুত্বর আহত হয়। ককটেল বিস্ফোরণের শব্দে ও চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছি। কারা, কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির সীমানা দেয়াল ঘেষে ককটেল রেখেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয় দেখাতে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয় দেখাতে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।