ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন | জাতীয়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগ নেতাদের হিন্দুস্তানে পালিয়ে যাওয়ার বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, যারা বাংলাদেশের মায়েদের বুক খালি করেছে, তাদের কীভাবে পালিয়ে যাওয়ার সুযোগ হলো, সেই বিষয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির নিয়ন্ত্রণে চলে যেতো। তিনি বলেন, "এখন আর আওয়ামী লীগের বিজিবি নেই, এখন ড. মুহাম্মদ ইউনূস সরকারের বিজিবি।"

বিএনপি নেতা তারেক রহমানের উল্লেখ করে ফারুক বলেন, "আমি এমন একটি ভোট চাই যেখানে মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে ভোট না দিতে পারে। জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি নির্বাচনের আয়োজন করবে।"

তিনি আরও বলেন, ৪০ লাখ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। "আমার বিরুদ্ধেও ৮৪টি মামলা রয়েছে," বলেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, আনোয়ার হোসেন বুলু, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের।