ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণায় উন্নয়নের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ১২ জানুয়ারী ২০২৫ ০৩:১১:০০ অপরাহ্ন | জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়াদি নিয়ে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বিশেষ মর্যাদা প্রদান, আবাসিক হল নির্মাণ, এবং ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠনসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, এবং ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের নবজাগরণে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুত নতুন আবাসিক হল নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম সম্প্রসারণে ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন, এবং চিকিৎসাকেন্দ্র আধুনিকায়নের প্রস্তাব দেন। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন, এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রতিশ্রুত সহযোগিতা পুনর্ব্যক্ত করেন এবং দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

বায়ান্ন/এএস