ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৭:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ফরিদপুরে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট নির্ধারিত স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। সনাতনী প্রতিবাদ সভায় শিশু, নারী, পুরুষসহ শত শত বিক্ষোভকারী মিছিলে অংশ নেয়। তবে সন্ধ্যা সাড়ে ৬টার সময়ও পুলিশের একটি টিম শ্রীঅঙ্গনের সামনে দেখা গেছে।

দলে দলে সনাতনী জাগরণ জোটের সমর্থনে বিক্ষোকারীরা প্রেসক্লাব চত্বরে জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এরপরও বিক্ষোভকারীরা বিচ্ছিন্ন ভাবে প্রেসক্লাবের আশেপাশে জড়ো হতে থাকে।

সরেজমিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে ৩টা থেকে জড়ো হতে থাকে ইসকন সমর্থিত সনাতন ধর্মাবলম্বীরা। আগে থেকেই কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে খন্ড খন্ডে বিভক্ত মিছিলটি মুজিব সড়কের স্বর্ণকারপট্টি এলাকা থেকে একসাথে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীঅঙ্গন পযন্ত যায়। তবে পথে পথে বাধা দিয়েছে পুলিশ। শ্রীঅঙ্গন এলাকায় গিয়েও পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোকারীরা।

এ সময় পুলিশ মিছিলকারীদের পুলিশ ধাওয়া দিয়েছে, লাথি মেরেছে, ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এরপরও সব বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল করেছে সনাতনী ধর্মম্বালম্বীরা।

 

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, এ জাতীয় বিক্ষোভ কর্মসূচি পালনের যারা উদ্যোগ নিয়েছিলেন তারা এ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এসময় তিনি ফরিদপুরের কয়েকজন হিন্দু নেতার নাম বলেন। তিনি বলেন, যেহেতু গ্রহণ করা কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে সেজন্য এ কর্মসূটি পালনের আর কোন যুক্তি নেই বিধায় পুলিশ বাধা দিয়েছে।

কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক   অলোক সেন বলেন, ওসি তাকে ফোন করে জানান এ কর্মসূচি পালন করা যাবে না। ঢাকা থেকে মানা করা হয়েছে। এজন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়। অল্প সময়ের জন্য এ বিষয়টি সকলকে জানানো যায়নি।