ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীয়ায় আওয়ামীলীগের ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল ও ছাত্রদলের অবস্থান কর্মসূচি

মোঃ হাবিব, ফুলবাড়িয়া | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৯:২৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সারাদেশের মতো ফুলবাড়ীয়ায় যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার (১০ নভেম্বর) দলটির সকলস্তরের নেতাকর্মীরা সকাল থেকে সারাদিন ২৪শে চত্ত্বরের সামনে অবস্থান নেয় এবং মিছিল অব্যাহত রাখে। 

সুত্র জানায়, কয়েকদিন আগে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ১০ নভেম্বরকে ঘিরে কর্মসূচির নামে সারাদেশে নৈরাজ্যের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তাদের ফেসবুক পেইজে কর্মসূচি ঘোষণা করে। এ কারণে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসররা যাতে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য রাজপথে অবস্থান নেয় যুবদল ও ছাত্রদল। যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ফুল্লরা সপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরুল কায়েছ এলিছ, উপজেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া মজনু, যুবদলের সবুজ তালুকদার, আঃসাত্তার, ইউপি সদস্য শাহজাহান, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, যুগ্ম আহবায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্র দলের আহবায়ক রোমান মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরিদ হাসান প্রমুখ। 

 

বায়ান্ন/এসএ