ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ার গাবতলীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় বক্তারা- বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ নেতা

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১০:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ২০২২ উপলক্ষে ৩০ মার্চ বুধবার বগুড়ার গাবতলীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে গাবতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ নেতা ও মানুষ, বঙ্গবন্ধু সব সময় মানুষের কল্যানে কাজ করে গেছেন। এই মহাননেতার কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারছি। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে পরিচিতি করেছেন। সেই বাঙ্গালীই এই মহাননেতা বঙ্গবন্ধুসহ-পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি বলেন, সকলকে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে, নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধু সোনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সোনার মানুষ চেয়েছিলেন, সোনার দেশ গড়তে। তিনি আরো বলেন, দেশ থেকে বঙ্গবন্ধুর ইতিহাস কেউ মুছে ফেলতে পারবেনা। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ইতিহাস লালন করতে হবে, সে জন্য সকল শিক্ষাথীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, দেশের দায়িত্বনিতে হবে। প্রধান অতিথি রবিন খান আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর  কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা পরিষদ আয়োজিত গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার ৬৯ স্কুল ও মাদ্রসার ১৫ শত শিক্ষক, ৫ হাজার শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ আলোচনাসভায় অংশ গ্রহন করেন এবং দিনব্যাপি বঙ্গবন্ধুর সফলতার গল্প শোনেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহানের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাছের, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মুক্তা, মোছাঃ রেকসেনা জালাল, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারন সম্পাদক এ আই ফয়সাল খান জনি, উপজেলা একাডেমিক  সুপারভাইজার মোছাঃ রাশেদা খানম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর সবুর পিন্টু, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর শাকুর, সাধারন সম্পাদক মোঃ রেজাউল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, শিক্ষার্থী মার্জিয়া আকতার, নুসরাত জাহানসহ বিভিন্ন পযার্য়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল স্বপন, মিষ্টি ইসলাম, মুশফিকুর রহমান নাবিব। সভার শুরুতে শপথ বাক্যপাঠ  করান প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিন।