বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকলে দূর্ঘটনায় ভরত চন্দ্র র্বমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা আল-আমিন (২৫) নামে আর এক যুবক। নিহত ভরত চন্দ্র র্বমন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নওটিকা গ্রামের শীতল চন্দ্রের ছেলে।
শনিবার (১৮ নভম্বের) ভোর সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা ফিলিং ষ্টেশন সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকল নিয়ে বাড়ি ফেরার পথে সেখানে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলইে মারা যায়। মোটরসাইকলের পিছনে থাকা আল-আমিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফসিার ইনর্চাজ আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্র মরদহে উদ্ধার করা হয়েছে। কার্ভাডভ্যান ও মোটরসাইকল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।