ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দিতে অটো রিক্সা চালক জিহাদকে হত্যার সাথে জড়িত স্বামী-স্ত্রীসহ ৪জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৯:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সারিয়াকান্দিতে জিহাদ বাবু নামে ব্যাটারী চালিত অটো রিক্সা চালককে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে স্বামী-স্ত্রীসহ ৪জনকে গ্রেফতার এবং অটো রিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো, শাহজাহানপুর উপজেলার নন্দগ্রাম দক্ষিনপাড়ার ইউনুস আলীর ছেলে  রনি (২৪), আসামী রনির স্ত্রী ও মালগ্রাম মধ্যপাড়ার বেল্লাল হোসেনর মেয়ে বিথি আকতার (২২),মৃত ছায়েদ আলীর ছেলে দুলাল (১৫), বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত হান্নান খানের ছেলে হাসান খান (১৭)।  

শনিবার সারিয়াকান্দি থানা চত্বরে প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান,  কালিতলা ঘাটের দক্ষিণ পূর্বে বাগবের চরে যমুনা নদীর তীরে কাঁশবনের ভিতর থেকে ছুরিকাঘাতে হত্যা করা অজ্ঞাত একটি লাশ বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ। ফেসবুকে ছবি দেখে লাশটি গাবতলী উপজেলার নছিপুর গ্রামের আতাউর প্রামানিকের ছেলে জিহাদ বাবুর বলে তার পরিবার সনাক্ত করে। এব্যাপারে আতউর প্রামানিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জিহাদ সদরের মালগ্রাম দক্ষিন পাড়ায় বসবাস করত। গত বুধবার সকালে অটো রিক্সা নিয়ে বের হয়ে জিহাদ রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খুঁজা খুঁজি করে তার পরিবারের লোকজন। পরের দিন সদর থানায় একটি জিডি করা হয়। 

সারিয়াকান্দি থানার অফিসার, ফোর্স ও বগুড়া জেলা ডিবি সমন্বিত অভিযান পরিচালনা করে।  জিহাদের লাশের প্যান্টের পকেটে থাকা গ্যারেজের ১টি টোকেনের সূত্রে ধরে হত্যাকান্ডের সাথে জড়িত ৪জন আসামিকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজজ্ঞাসাবাদে জানা যায়, বুধবার জিহাদের অটোরিক্সাটি রিজার্ভ ভাড়া নিয়ে  যমুনা নদী দেখার কথা বলে বগুড়া শজিমেক হাসপাতালের সামনে থেকে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা হয়ে কালিতলা   গ্রোয়েন বাঁধে আসে আসামীরা। এরপর অটো রিক্সাটি গ্যারেজে রেখে রিক্সা চালক জিহাদকে নিয়ে কৌশলে বাগবের চরে যমুনা নদীর তীরে কাঁশবনে নিয়ে গিয়ে বুধবার সন্ধ্যায় ছুকিাঘাতে হত্যা করে লাশটি ফেলে আসামীরা চলে আসে। টোকেন ছাড়া গ্যারেজ থেকে আসামী রনি, বিধি ও দুলাল অটোরিক্সা নিতে চাইলে গ্যারেজ মালিক তাদের ছবি তুলে রাখেন এবং মোবাইল নম্বর নিয়ে অটোরিক্সাটি দিয়ে দেন। টোকেনের সুত্র ধরে অটো রিক্সা চালক  জিহাদ বাবু হত্যার রহস্য উদঘাটন এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে । গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।