ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ ০৭:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সোনাতলা উপজেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শাহাবুল সরকার(৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি যুবদল সোনতলা পৌর শাখার  ৮ নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন।

পুলিশ ও দলীয় সুত্র জানায়, শাহাবুল বৃহস্পতিবার সোনতলা-জুমার বাড়ি সড়কের নিকট দলীয় অবরোধ কর্মসুচীতে অংশ নেন। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি পৌর এলাকার কামারপাড়ায়। পথে পৌর এলাকার রেলগেট এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তকব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় ইজিবাইক চালকও আহত হন। তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নেন। সোনাতলা থানার ওসি জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করে লাশ  বাড়িতে নিয়ে গেছে। থানায় কোন মামলা হয়নি।