ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়ায় কারাগার ক্যাম্পাসের ড্রেন থেকে কারারক্ষীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ১১:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া জেলা কারাগার ক্যাম্পাসের একটি কালভার্টের নীচ থেকে বৃহস্পতিবার বিকালে একরামুল হক(৪৫) নামে এক কারারক্ষীর লাশ উদ্ধার হয়েছে। তার মাথার এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার রাতে ডিউটি পালন করার পর থেকে সে নিখোঁজ ছিলো। 

পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ড্রেনের ওপরের কালভার্টের নীচ থেকে তার লাশ উদ্ধার করে। তবে নিখোঁজ থাকার পরেও এ বিষয়ে কারাকর্তৃপক্ষের ভুমিকায় রহস্য সৃস্টি করেছে।

জেলার ফরিদুর রহমান রুবেল জানান, নিহত কারারক্ষীর বাড়ি নওগাঁর বদলগাছীর কান্দা গ্রামে। তিনি কারারক্ষীদের ব্যারাকে থাকতেন। বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কারাগারের গেট ও ১১ নং প্রাচীরের বাইরের এলাকায় তার ডিউটি ছিলো। ডিউটি শেষে সেখানে রাত ৩টা থেকে মামুন নামে আরেক কারারক্ষীর দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি ওই সময়ে সেখানে ডিউটিতে যাননি। ওই কারারক্ষী জেলারকে জানিয়েছেন অসুস্থ্যতাজনিত কারণে তিনি রাতে ডিউটি পালন করেননি। সকাল ৬ টায় আব্দুল হক নামে এক কারারক্ষী সেখানে দায়িত্ব পালন করে। রিজার্ভ হাবিলদার হারেজ দুপুর ২টার দিকে জেলারকে জানায় ২নং গেটের প্রাচীর সংলগ্ন ড্রেনে কালভার্টের নীচে একরামুল হকের লাশ পাওয়া গেছে। বিকালে এর পরেই বিষয়টি পুলিশকে জানান হয়। খবর পেয়ে সদর থানা পুলিশসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারার ঘটনাস্থলে যান। পুলিশ গিয়ে বিকাল ৫ টার দিকে লাশ উদ্ধার করে। পুলিশ ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাউল করিম ও নির্বাহী ম্যাজিট্রেট আতাহার শাকিল ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, সুরতহাল ও ময়নাতদন্তের পর কি ভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে জানা যাবে। প্রাথমিক ভাবে তারা ঘটনাস্থল পরিদর্শনসহ অন্যান্য বিষয় গুলো দেখছেন। নিহত একরামুল হক কারারক্ষীর পোশাকে ছিলেন। পায়ে বুট পড়া ছিলো। মাথার এক পাশে ক্ষত চিহ্ন দিয়ে রক্ত ক্ষরণ দেখা গেছে। ঘটনাস্থল এলাকায় সিসি ক্যামেরা ছিলো না বলে পুলিশ জানায়।