বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলীর ফুলদীঘি নাভানা সিএনজি ষ্টেশনের সামনে একটি খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে (যশোর-ড -১১-০৮৭৯) একটি ট্রাক খড় বোঝাই দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ফুলদীঘি তালতলা নাভানা সিএনজি ষ্টেশনের কাছে পৌছলে একদল পিকেটার ট্রাকটি থামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকের ঘটে দাউ দাউ করে আগুন জ¦লে উঠে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রথমে তারা ট্রাকের খড় রাস্তার পাশে ফেলে দেয় এবং তাতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ১ থেকে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কোন যান মালের ক্ষতি হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত এসপি) আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা ওই ট্রাকে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মহাসড়কে টহল পুলিশ ঘটনান্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।