বৃহস্পতিবার বগুড়ায় নারী নির্যাতন মামলায় দুুলু প্রামানিক নামে এক ধর্ষককের যাবজ্জীবন কারাদন্ডাদেশ হয়েছে। রায়ে আদালত যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১ লাখ টাকা জরিমান এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন। এক নারীকে জোরপুর্বক ধর্ষণের এই মামলায় দন্ডাদশ প্রাপ্ত আসামী পলাতক রয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এই দন্ডাদেশ প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া এলাকার ওই নারীর ঘরে প্রবেশ করে একই এলাকার সিদ্দিক হোসেন ছেলে দুলু। সে ওই নারীর মুখ চেপে ধরে প্রাননাশের হুমকি দিয়ে জোরপুর্বক ধর্ষন করে। নির্যাতিত নারী ১ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২১ অক্টোবর চার্জশীট দাখিল করে। নারী শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের(২) স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান,স্বাক্ষ্য প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত ধর্ষক পলাতক রয়েছে বলে তিনি জানান।