নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশের ন্যায় বগুড়াতেও জেলা প্রশাসনের উদ্যোগে ১লক্ষ ৬৩ হাজার ১৯৮ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার বেলা ৯টায় বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ও ফাঁপোর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।
বগুড়া জেলায় ৯৬জন টিসিবি’র ডিলারের মাধ্যমে জেলার ১২ উপজেলায় ও ১২টি পৌরসভায় ২৭৫টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। আজ ২০ মার্চ প্রথম দিন বগুড়ার ১২টি উপজেলার ৩৩টি পয়েন্টে ১৮ হাজার ৫৬৬ পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে।
প্রতিটি কার্ডধারী ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি চিনি ক্রয় করতে পারবেন। এসব পণ্যের বিক্রয় মূল্য ধরা হয়েছে, ডাল কেজি ৬৫ টাকা, তেল প্রতি লিটার ১১০ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা।
দ্বিতীয় ধাপে ৩রা এপ্রিল থেকে টিসিবি এসব পণ্যের সঙ্গে সোলা বুটও বিক্রি করা হবে।
নিম্ন আয়ের মানুষের পাশাপাশি টিসিবির চলমান কার্যক্রমও অব্যাহত থাকবে জেলা প্রশাসক জিয়াউল হক জানান।