ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদে রেজিষ্ট্রেশন ও ছবি তোলা শুরু

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ জুন ২০২২ ১১:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি উপলক্ষে বগুড়ায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শহরের সেন্ট্রাল হাইস্কুলে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল,  বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ বক্তব্য রাখেন। এ এসএম জাকির হোসেন জানান,  ২৪ জুলাই পর্যন্ত পৌরসভার ২১ ওয়ার্ডে এবং ২১ আগস্ট পর্যন্ত সদরের ইউনিয়নগুলোতে এ কার্যক্রম চলবে। এর আগে ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, সদর উপজেলাসহ ৩টি উপজেলায় ছবি তোলার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে।