বগুড়া রেলওয়ে স্টেশনে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ের এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনকারীরা এখন থেকে ঘরে বসেই বগুড়া থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু রবিবার সকালে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের বরাদ্দ দীর্ঘদিন ধরে বাড়ানোর দাবি থাকলেও তা বাড়েনি।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন, লোকাল ট্রেন ছাড়া বগুড়ার ওপর দিয়ে ঢাকাগামী ২টি ট্রেনসহ মোট ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এগুলো হলো- রংপুর ও লালমনির এক্স্রপেস। অন্য২টি আন্তঃনগর ট্রেন হলো- সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া ও সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাাঁপা। আপ ডাউন মিলিয়ে ৮টি আন্তঃনগর ট্রেনের টিকিট যাত্রীরা এখন অনলাইনে পাবেন। স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়ায় সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ঢাকাগামী টিকিট। তবে ২টি ট্রেনের মাত্র ৭৫ টিকিট বগুড়ার জন্য বরাদ্দ রয়েছে। এর মধ্যে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ৩০টি শোভন ও ৭টি স্নিগ্ধা(এসি চেয়ার) এবং লালমনির এক্সপ্রেসে ৩০টি শোভন ও ৮টি স্নিগ্ধা শ্রেনীর টিকিট বরাদ্দ রয়েছে। তবে বরাদ্দের বিপরীতে ঢাকাগামী যাত্রীর জন্য টিকিটের চাপ সবচেয়ে বেশি। এজন্য অনেকক্ষেত্রে তাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয়। এব্যপারে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, বগুড়াবাসীর দাবির বিষয়টি নিয়ে তিনি রেলকর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। ঈদের পর নতুন করে আসন বিন্যাসের আশ^াস দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার সকালে বগুড়া রেলওয়ে স্টেশনের অনলাইন টিকিট কার্যক্রমের উদ্বোধনের সময় স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু, সহকারী স্টেশন মাস্টার আল আমিন, প্রধান টিকিট বুকিং সহকারী রায়হান কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।