নানা কর্মসূচির মধ্যদিডে বগুড়ায় সমাজকর্ম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন ও সমাজসেবা জেলা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালী বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মোঃ কাওসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকক্তার ও সরকারী আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহিদুল ইসলাম প্রমুখ।