বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া এক অভিযান চালিয়ে ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ হামিদা(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নারী মাদক সিন্ডিকেটের সদস্য ও ওই মাদকগুলো বগুড়ার মাদক সিন্ডিকেটের নিকট পৌঁছে দেয়া হচ্ছিল।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গোপন সুত্রের খবর পেয়ে বৃস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে চেকপোস্ট বসানো হয়। এসময় চট্টগ্রাম থেকে চিলমারী গামী একটি বাস তল্লাসীর সময় হামিদাকে আটক করা হয় এবং তার ভ্যানেটি ব্যাগে বিশেষ ভাবে রাখা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মোঃ রাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসা সিন্ডিকেটের সদস্য। দীর্ঘ দিন ধরে সে এধরনের মাদক চালান বগুড়ায় আনার কাজ করছিলো। ইয়াবা গুলো কক্সবাজার থেকে বগুড়ার এনে সিন্ডিকেট সদস্যর নিকট পৌঁছে দেয়ার মাঝপথে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তা আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ি টেকনাফের বড়াইতলীতে। এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে।