কবি-সম্পাদক ও সাংবাদিক আন্ওয়ার আহমদ এর ৮১তম জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে এক স্মরণসভা বুধবার সন্ধ্যায় বগুড়া ইউটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাট দশকের অন্যতম কবি বজলুল করিম বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, নজরুল পরিষদের সভাপতি এ্যাড. মন্তেজার রহমান মন্টু, কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কবিপুত্র নাজিম আনওয়ার রূপম। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
স্মরণসভায় লিটল ম্যাগাজিন স¤পাদনার জন্য ‘পালকি’ সম্পাদক কবি অরিন্দম মাহমুদকে ‘কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক ২০২১’ প্রদান করা হয়। প্রধান অতিথি তার হাতে ক্রেস্ট তুলে দেন।
শুরুতেই কবির জীবনী পাঠ করেন আবু রায়হান, আন্ওয়ার আহমদের কবিতা পাঠ করেন মাহবুবে এলাহী মিঠু, আমির খসরু সেলিম, সাফওয়ান আমিন এবং বাণী রাণী পাল।
স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সত্তর দশকের কবি মুকুল রায়, একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান, কবি মুুকুল রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সহ-সভাপতি মীর্জা আহসানুল হক দুলাল, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, কথাসাহিত্যি আব্দুর রাজজাক বকুল, মোসতাক মুকুল প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন-আন্ওয়ার আহমদ সারাজীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের জন্য কাজ করে গেছেন। লেখক তৈরীতে তার অবদান ছিল অসামান্য। তিনি সম্পাদক হিসেবে ছিলেন যথার্থ। তিনি ‘কিছুধ্বনিচগ এবং রুপম নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করতে। সম্পাদক হিসেবে তিনি সব সময় লেখকদেরকে লেখা তৈরীতে তাড়া দিয়েছেন। তরুণ লেখকদের প্রতি ছিল তার বিশেষ নজর। বর্তমানের অনেক বিখ্যাত লেখকের জন্ম তার হাত দিয়ে। তিনি ছিলেন প্রকৃতঅর্থে একজন লিটল ম্যাগাজিন স¤পাদক। তিনি অনেক লেখকের বই প্রকাশ করেছেন নিজের প্রকাশনী থেকে। বিশেষ করে বগুড়ার ষাট দশকের কবিদের বই তার দিয়েই প্রকাশনা শুরু হয়। কিন্তু দুঃখের বিষয়, জীবিত থাকতে যারা বিভিন্নভাবে আন্ওয়ার আহমদ এর মুখাপেক্ষী ছিলেন, আজ তারা অনেক দূরে। তারা তাকে স্মরণ করছেন না। এ ক্ষেত্রে বগুড়া লেখক চক্র তাঁকে স্মরণ করে একটি মহৎ কাজ করছে। তরুণদের পাঠের মাধ্যমেই আন্ওয়ার আহমদ বেঁচে থাকবেন। কেননা তিনি ছিলেন চিরতরুণ। উল্লেখ্য, কবি সাংবাদিক স¤পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম¦র ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।