ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় গাইবান্ধায় পুরস্কার বিতরন ও সার্টিফিকেট প্রদান

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : সোমবার ১ অগাস্ট ২০২২ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু  সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১১ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  গাইবান্ধায়  পুরস্কার বিতরন ও   সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন করেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির।

 

শাহ সারোয়ার কবির বলেন- শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড। তাদেরকে মেধা সম্পন্ন জাতি গড়ে তোলা দরকার। বাংলাদেশকে সৃজনশীল কর্মকাণ্ডে উন্নীত করনে বির্তক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।

 

গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ১১টি ইভেন্টে প্রতিযোগিতায়  বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান  প্রধান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ মোট ৯১ জনকে এসব পুরস্কার প্রদান ছাড়াও  কয়েকজনকে  আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

সদর উপজেলা নির্বাহি অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার আলমগীর  হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম সাঈদ হাসান, গাইবান্ধা সরকারি টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: সিদ্দিকুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, সিদ্দিকীয়া মাদ্রাসার আবু ইউসুফ।

 

এতে গাইবান্ধা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক  ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।