গত ১ই সেপ্টেম্বর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত সানির সাথে তার এলাকা নাংট্যংপাড়া সংঘটিত ঘটনার তদন্ত বিষয়ে এক জরুরি সভায় সাংবাদিক কার্যালয়ে উক্ত সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউনুস অভির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও টেকনাফ শাখার সমন্নয়ক মোঃ শেখ রাসেল টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি এস এন কায়সার জুয়েল, সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ, আইসিটি সম্পাদক আব্দুল আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ মির্জা, নির্বাহী সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, আব্দুর রহমান, মোঃ নোমান সহ অন্যান্য সদস্য বিন্দ উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমে সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সংগঠনের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।অপর দুই সদস্য হিসেবে ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেল ও টেকনাফ শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম মাহমুদ প্রমুক।উক্ত তিন সদস্য বিশিষ্ট কমিটি ৬/৯/২০২২ ইং তারিখ দুপুরে সংঘটিত ঘটনার স্থান পরিদর্ষণ করে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। উক্ত কমিটির সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন আকারে জেলা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করবেন বলে সবার সিদ্ধান্ত গৃহীত হয়।