দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ ) দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রবিবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে। তাই জনকল্যাণে যেকোনও দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই বামজোটের হরতালের প্রতি এই নৈতিক সমর্থন।’