ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

বামনায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বামনা(বরগুনা) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০১:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বরগুনার বামনায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ও গোলাঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত: আব্দুল সাদেক মির্জা পুত্র মো. মোস্তফা কামাল খোকন (৫০) ও গোলাঘাটা গ্রামের মো. জয়নাল আকনের পুত্র মোঃ ইদ্রিস আকন (৩৭) ।

বামনা থানা সুত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মো. সিদ্দিকুর রহমা ও দেবাষীশের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

বামনা থানা অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনী ১০ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ১১ তারিখ ২১/০৭/২৩। আসামিদের আদালতের পাঠানো হয়েছে।