ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে কেড়ে নিল সর্বস্ব ভ্যান চালক আলমগীরের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৬:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে আলমগীর (৩৭) নামে এক ভ্যান চালকের গৃহপালিত ১ টি গরু, ২ টি ছাগল সহ সব পুড়ে হয়েছে ছাই। এতে আনুমানিত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাত দেড়টার সময় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্যান চালক আলমগীর ওই গ্রামের মৃত ঢাকোর ছেলে। অনেক কষ্টে টিন দিয়ে করেছিলো বাড়ি। টিনের বাড়ি হলেও ধার, দেনা করে তিলে তিলে সাজিয়েছিলো একটি ছোট্ট সোনার সংসার। তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিল সুখের সংসার। কিন্তু দুবৃর্ত্তের দেওয়া আগুনে পুড়েতো এখন সব শেষ হয়ে গেছে। দিশেহারা হয়ে ভ্যান চালক আলমগীর ।

প্রতিবেশি মনতাজ আলী বলেন, আলমগীর যখন চিৎকার করে তখন আমি সহ অনেক দৌড়ে আসি কিন্তু আগুনের তাপে কেউ কাছে যেতে পারিনি। মুহুর্তেই যেন সব কিছু পুড়িয়ে গেছে।

প্রতিবেশি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রাতে চারিদিকে চেচামেচি শুনে ছুটে এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে।  আমি এসে বাড়ির কাছে যেতে পারিনি আগুনের তাপে। প্রথমে শোয়ার ঘরের কনায় আগুন লাগে পরে মনে হয় ১ মিনিটেই সব পুড়ে গেল। আমার মনে হয় এটি কোন দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে। কারণ শর্ট সার্কিট বা এমনি আগুন হলে তো ১৫ থেকে ২০ মিনিট লাগে কিন্তু এই আগুন মুহুর্তেই শেষ হয়ে গেল।

আলমগীরের স্ত্রী নুরবানু আক্তার বলেন,  ‘আমার সব শেষ হয়ে গেছে। আমার স্বামী শুধু ভ্যান গাড়িটি বের করতে পেরেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। গৃহপালিত গরু ১টি  ছাগল ২টি, ১০/১৫ টি কবুতর, হাড়ি-পাতিল, সংসারের আসবাবপত্রসহ যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।  আমার স্বামীর শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে কয়েকজন প্রতিবেশি স্বামীকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আলমগীর বলেন, কে বা কাহারা আমার বাড়িতে আগুন দিয়েছে আমি দেখিনি। আমার সব কিছু পুড়ে গেছে। নতুন করে ঘর তোলার সামর্থ নাই। যদি কেউ এ সময়ে পাশে দাড়াই তাহলে ঘড় তুলতে পারব নাহলে তিন মেয়ে, এক ছেলেকে খোলা আকাশের নিচে আমাক থাকতে হবে।

বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান, আকরাম আলী মুঠো ফোনে জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম কিছু টাকা ও কাপড় দিয়েছি। এবং পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, এখন পর্যন্ত  কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।