ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রত্নাই সীমান্তে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠল স্কুল ছাত্র সুজনের লাশ।
সোমবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ী সীমান্তের নাগর নদীতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সুজন ওই গ্রামের ডিগেন্দ্র নাথ সিংহের ছেলে ও রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত শনিবার দুপুরে নর রত্নাই বগুলাবাড়ী সীমান্তের নাগর নদীতে মাছ ধরতে গিয়ে জালের সাথে জড়িয়ে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন খোজ পাইনি। ফায়ার সার্ভিকে খবর দিলে গতকাল রবিবার (০৪ সেপ্টেম্বর) রংপুর থেকে আসা ডুবুরী দল দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টা চালানোর পরও সুজনের কোন সন্ধান পাইনি। সোমবার সকালে স্থানীয়রা ওই নদীতে সুজনের লাশ নদীতে ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে নাগর নদীতে সুজনের লাশ ভেসে উঠলে এলাকার লোকজন তাঁর লাশ নদী হতে উদ্ধার করে। দুপুরে সুজনের মরদেহ রত্নাই বগুলাবাড়ী নাগর নদীর শ্মশানে সৎকার কাজ সম্পন্ন হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু জানান, সোমবার সকালে সুজনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকার লোকজন লাশ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করে।