ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ পালিত

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ০৪:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে হেকস্/ইপিইআর এর সহযোগিতায় ইএসডিও'র রিভাইভ প্রকল্পের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসা যোবায়ের হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, ইএসডিও'র উপজেলা অফিসার লাল বাবু,  সিডিও আমিনুল ইসলাম, প্রজেক্ট অফিসার রাজিউর রহমান ও রুবি আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে সিধু, কান, চাঁদ, ভৈরব, ফুলমনির নেতৃত্বে শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এ বিদ্রোহে ১০ হাজারের বেশি সাঁওতাল শহিদ হয়।