ঢাকা, সোমবার ৯ ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে পটুয়াখালীতে বিএনপির গন- সমাবেশ

জাহিদ শিকদার, বরিশাল : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০৯:৪৮:০০ অপরাহ্ন | রাজনীতি
বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে পটুয়াখালী জেলা গণ- সমাবেশ অনুষ্টিত হয়েছে পটুয়াখালীতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল  জেলা বিএনপি,পটুয়াখালীর আয়োজনে গতকাল  মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে উক্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল( অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
 
এসময় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্রি এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক( বরিশাল বিভাগ দায়িত্ব প্রাপ্ত),এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান( বরিশাল বিভাগ দায়িত্ব প্রাপ্ত), সহ- দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সদস্য হাসান মামুন ও সদস্য এবং জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ্ মোঃ নেছারুল হক। এছাড়াও এ সমাবেশে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল,তাঁতী দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি  জাহিদুর রহমান বাবু খান,মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন,মৎস্য জীবীদলের সভাপতি একেএম শফিকুল ইসলাম শাহিন( ভিপি শাহিন),যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ -সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন,রাঙ্গাবালী উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুর রহমান ফরাজী, মহিপুর থানার মোঃ জলিল হাওলাদার, দুমকী উপজেলার আহবায়ক খলিলুর রহমান খলিল,গলাচিপা উপজেলার আহবায়ক সিদ্দিকুর রহমান (চেয়ারম্যান), বাউফল উপজেলার সিনিয়র সহ-সভাপতি শাহজাদা মিয়া, দশমিনা উপজেলার আহবায়ক অ্যাডভোকেট আলিম তালুকদার,কলাপাড়া উপজেলার আহবায়ক হাজী হুমায়ুন শিকদার,পটুয়াখালী পৌর বিএনপি'র আহবায়ক কামাল হোসেন ও পটুয়াখালী সদর উপজেলার যুগ্ন আহবায়ক এবং কমলাপুর ইউপির চেয়ারম্যান মনির রহমান মৃধা, পটুয়াখালী - ২ আসনের সাবেক এমপি শহিদুল আলম তালুকদার,পটুয়াখালী -৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাজাহান খান,পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌর সভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু ও অ্যাডভোকেট আকতারুজ্জামান শামিম। এ  গন-সমাবেশ মঞ্চে এসময়  জাতীয়,বিভাগীয়,জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।  
 
 গন-সমাবেশ এর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ জেলার নানা স্তরের নেতা- কর্মীদের চাপে তিল ধারনের ঠাই ছিল না। এসময় অনেক নেতা কর্মীরা বিভিন্ন ভাবে দূর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়েও এ গন-সমাবেশের মাঠে জমায়েত হয়।
 
এদিন সকাল থেকেই উক্ত গন- সমাবেশের মাঠে এ জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রবেশ করে। এছাড়াও উক্ত গন- সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়ে এ দলের অনেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। সুত্রে জানা গেছে, সকালের দিকে এ গন- সমাবেশের মাঠে থাকা বিএনপির সমর্থক ও ভাঙ্গারী ব্যবসায়ী আনিচ গাজী নামক এক ব্যক্তি হামলার শিকার হয়। তাতে তাঁর একটি পা ভেঙ্গে গেছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি তাঁর বাসায় থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন বলে জানা যায়।