ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৪:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

শেরপুর সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজের আয়োজনে অত্র কলেজের মুক্ত মঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী। 

এরপর জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়। 

আলোচনা সভায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের শেরপুর জেলায় ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা বর্ণনা দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ’সহ (রুবেল প্রাকৃতজন) বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। এদিকে আন্দোলনে শহিদ হওয়া মাহবুবের নামানুসারে অত্র কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের নামকরণ করা হয় মাহবুব ছাত্রাবাস।

বায়ান্ন/প্রতিনিধি/একে