বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত ও উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সকল চুক্তি বাতিল করাসহ দুই দফা দাবিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বটতলায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক ও শিক্ষার্থী আহসান লাবীবের সঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থীরা ভারতের সঙ্গে পানি চুক্তির নায্য হিস্যা নিশ্চিত ও উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সকল চুক্তি বাতিল করাসহ দুই দফা জানান৷ দাবি না মানলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ স্থল 'চিকেন নেক' অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দেন তারা৷
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, 'গত ১৬ বছরে দিল্লির মদদপুষ্ট সরকার আজ অব্দি আমাদের একটি সীমান্ত হত্যারও বিচার করতে পারে নি। তাদের এই দাসত্বনীতির জন্য আমাদের সীমান্ত নির্ধারণী কোনো নদীতেই কৃষক-জনগণের অধিকার নেই। বর্ষাকালে বাঁধ খুলে আমাদের ডুবিয়ে দিচ্ছে আর গ্রীষ্মকালে পানি আটকে দিয়ে মরুভূমি বানানো হচ্ছে। তাই সকল আন্তর্জাতিক নদীতে আমাদের ন্যায্য হিস্যা দিতে হবে এবং গত ১৬ বছরে যতগুলো ধ্বংসাত্নক ও দাসত্বমূলক চুক্তি করা হয়েছে তা বাতিল করতে হবে।'
ভারতের সাথে সকল অনায্য চুক্তির আন্তর্জাতিক সমাধানের আহ্বান জানিয়ে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন,'স্বৈরাচার সরকার গত ১৬ বছরে আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজকে যেভাবে স্বৈরাচার সরকারকে উৎখাত করে আমরা বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছি সেভাবে ভারতীয় সকল অন্যায্য চুক্তি বাতিল ও আগ্রাসন রুখে দিতে হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে সকল অন্যায্য চুক্তির আন্তর্জাতিক সমাধান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি৷'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক ও শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন,'এদেশ থেকে ভারতের আগ্রাসন হটানো পর্যন্ত আমাদের মুক্তি নেই৷ বাংলাদেশের ওপর আর কোনো অনায্য দাবি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না৷ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অনায্যভাবে ও কোনো প্রকার সতর্কীকরণ ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়েছে। অতিদ্রুত সেই বাঁধ যদি বন্ধ না করা হয় তাহলে আমরা চিকেন নেক অভিমুখে লং মার্চ নিয়ে অগ্রসর হবো।'
সমাবেশে আরো বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশীদ জিতুসহ প্রমুখ৷