ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ভোলায় গাজাসহ ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ মে ২০২৩ ০৫:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ভোলায় ৫ কেজি গাজাসহ ইউছুফ (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফাসহ তার সঙ্গীরা। বৃহস্পতিবার(৪মে)ভোরে লক্ষীপুরের মজুচৌধুরীর ঘাটের ফেরী দিয়ে ভোলার ইলিশা ঘাটে পৌছলে পুলিশ তাকে আটক করে। তার বাড়ি কুমিল্লার বুঝ পুর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, লক্ষীপুরের মজুচৌধুরী ঘাটের ফেরী যোগে ভোলায় মাদকরে একটি চালান প্রবেশ করছে এমন গোপন খবরে ইলিশা পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এক দল পুলিশ  ইলিশা ফেরী ঘাটে ওৎ পেতে থাকে। গোপন সুত্রের বর্ননা মতে যাত্রী বেশে ইউছুফকে আটক করে তার ব্যাগ তল্লাশী করে ৫টি গাজার পুটলী (৫ কেজি) উদ্ধার করে। তার বাড়ি লক্ষীপুরের বুঝপুর গ্রামে বলে জানান তিনি। তাকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ২দিনে ভোলায় ১২ কেজি গাজা আট করা হয়েছে।