ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

মনিরামপুরে ১ কোটি ৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক যুবক

মনিরামপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ ০৭:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুরে ১০টি স্বর্ণের বারসহ জাহিদুল ইসলাম পিন্টু (৪৮) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর পৌরসভার বাঁধাঘাট শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পিন্টু মানিকগঞ্জ জেলার সিংগাড়ী উপজেলার চারিগ্রামের নুরুল ইসলামের ছেলে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রুপণ কুমার সরকার জানান- পিন্টুর দেহ তল্লাশি করে কোমর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। আটক পিন্টুকে মনিরামপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।