ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

মশিউর-প্রমতোষ প্যানেল জয়ী: গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১১:১৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে  জেলা শিল্পকলা একাডেমীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মশিউর-প্রমতোষ প্যানেল একটি সদস্য পদ বাদে সবাই জয়ী হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে শহরের বিয়াম ল্যাবেরেটরি স্কুলে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় ভোটগ্রহন শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার হিসেবে  চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন গাইবান্ধা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।

নির্বাচনে মশিউর-প্রমতোষ প্যানেল থেকে সহ-সভাপতি পদে শাহ মশিউর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), খাজা সুজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে প্রমতোষ সাহা (১৯৭ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে অমিতাভ দাশ হিমুন (১৭৭), হোসেনুল ইসলাম চুনি (১৪৭), সদস্য পদে মাহামুদ সাগর মহাব্বত (১৭৬), রেজাউন্নবী রাজু (১৫৬), মাসুদ-মোহাম্মদ আলী প্যানেলের নিয়াজ রহমান লোটন (১৫৫) ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ২টি প্যানেলের ১২ জন ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী ৮টি পদে অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে মাসুদ-মোহাম্মদ আলী-রোমান-লোটন-বৈদ্যনাথ-সনজু পরিষদের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুল হক (৮২), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী খান (৯২), মোক্তাদির রহমান রোমান (৪১) ও স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা (৬৭) ভোট পান। সদস্যদের মধ্যে বৈদ্যনাথ প্রামানিক ৭১ ভোট ও আহাম্মেদুল ইসলাম সনজু ৮৫ ভোট পেয়েছেন। বিজয়ী প্যানেলের সাজ্জাদ চৌধুরী ভোট পান ১৪৫।