ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

মহানবী (স.)কে কটুক্তির প্রতিবাদে নরসিংদীতে বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নরসিংদী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০৯:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা জানানোর দাবিতে নরসিংদীর রায়পুরায় নবী প্রেমী তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন ধর্মীয় নেতৃবৃন্দ। 

রোববার (১৯জুন) বিকেলে শ্রীরামপুর বাজারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদর এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরে পথসভা ও মোনাজাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন তারা। 

জানা যায়, ভারত বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা প্রস্তাব এনে প্রতিবাদ জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কয়েক হাজার তৌহিদ জনতা। 

এ সময় বক্তব্য রাখেন পীরে কামেল মাওলানা ফজলুল হক, সেরাজনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান খাঁন, ঘাগটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ কবির আহমেদ, রায়পুরা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাসউদ মোল্লা, মক্কা জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি আলী আহমেদ হুসাইনি, শায়খুল হাদিস মুফতি ছাফিউল্লাহ আদব প্রমূখ। 

আয়োজক কমিটির সভাপতি মাওলানা মো তাজুল ইসলাম বলেন, মহানবী রাসুল এর অপমানে তৌহিদী জনতা বসে থাকতে পারে না। সরকার সংসদে এ বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে তবে। আজ আমরা সববয়সী মানুষের অংশ গ্রহনে হাজার হাজার মানুষের জমায়েতে করতে পেরেছি। আগামীতে আরও কঠোর আন্দোলনে নামবো।