ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১০ জুন ২০২২ ০৮:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবশ করেছে টাঙ্গাইলের ধর্মপ্রাণ মুসল্লিরা।  শুক্রবার বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইমলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ। 

জেলা সেক্রেটারি মুহাম্মদ আঁখিনূর মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকরাম আলী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আনিসুর রহমান সিল্টু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রভাষক রেজাউল করিম, জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ভারতে নবীজীকে নিয়ে নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে কটুক্তি করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায়না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবী করেন বক্তারা।

এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারকে নীরবতা ভেঙ্গে কটূক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি পেরৈ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোড থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড ঘুরে কালিবাড়ি রোড ও ভিক্টোরিয়া রোডস্থ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করেন।