মহেশখালীতে হাফেজ আইয়ুব আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা।
৪ ই মার্চ শুক্রবার সকাল ০৯ টার দিকে শুরু হয়ে বিকাল ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া মাদ্রাসা প্রাঙ্গণে চলে এ প্রতিযোগিতা।
৩০ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়েছে কোরআনের ১ম হতে ১৫ তম পা'রার উপর। বাকি ১৫ টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো হয়েছে কোরআনের পরবর্তী অর্ধাংশ তথা ১৫ তম হতে ৩০ তম পা'রার উপর।
১ম হতে ১৫ তম পা'রার উপর অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাতারবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আমির হোছাইন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে- ছোট মহেশখালী তাহফিজুল কোরআন মাদ্রাসা আশ্বরাফ আলী ঘোনা মাদ্রাসার শিক্ষার্থী এরফানুল হক ও তেলিয়াকাটা হাফেজিয়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মোশারফ হোছাইন।
পরবর্তী ১৫ হতে ৩০ তম পারা পর্যন্ত অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী হামিম মোহাম্মদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মহেশখালীর হোয়ানক কালাগাজীরপাড়ার- নুরিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মিছবাহ উদ্দীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সরওয়াত হক ইনান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামেয়াতুল আশ্বরাফিয়া ঝাপুয়া মাদ্রাসা পরিচালক মাওলানা দলিলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা শামসুল আলহ সহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ।