ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ১১:৩৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহাদাত হোসেন নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে  পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। 

সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য। এ ঘটনায় আহতের পিতা জামান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।  

আহতের পিতা জামান মিয়া জানান, গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী খালেকের ছেলে আরিফ ও সাদেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে তার ছেলে পারভেজ মাদক ব্যবসায় বাঁধা দিয়ে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকেলে তার ছেলেকে একা পেয়ে আরিফ, সাদেক ও তাদের বাবা খালেক ও মা রাসিদা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ছেলের মাথায়, হাতে, বুকে ও পেটে কুপিয়ে গুরতর জখম করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত আরিফ মিয়া তাদের বিরুদ্ধে আনিতে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন। 

এ বিষয়ে গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার  মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য ভুলতা পুলিশ ফাড়ীতে পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

বায়ান্ন/এসএ