তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রবিবার রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলার শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন আবুল হোসেন মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ির নির্মাণ কাজ চলছে।
রবিবার সন্ধ্যায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সাথে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাক-বিতণ্ডা হয়। এসময় স্বপন মোল্লা স্যান্ডেল ও কিল ঘুষি দিয়ে আশরাফুজ্জামানকে মারধর করেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, ‘স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে স্বপন এলোপাথাড়ি কিল-ঘুষি মারে। সে আমার স্বামীকে হত্যা করেছে।
এ ব্যাপারে শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে।
বায়ান্ন/এসএ