ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

'মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের অন্যায়' বললেন শাবি শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | শিক্ষা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপচার্যের পদত্যাগের দাবিতে করা আন্দোলন নতুন মোড় নিয়েছে। 'মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের অন্যায়' দাবি অনশনকারীর।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোলচত্বরে শপথ বাক্য পাঠ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় অনশনরত এক শিক্ষার্থী বলেন, '১৪৮ঘন্টা পেরিয়ে গেছে আমাদের অনশনের। আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে অনশনে বসেছিলাম। আমাদের এমন অবস্থা হয়েছে সুই দিয়ে স্যালাইন দেয়ার জন্য শিরা খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তাদের কাছে আমাদের ২৭টা জীবনের চেয়ে তার চেয়ার বেশি গুরুত্বপূর্ণ। আমাদের উপর হামলা করা হল, আবার আমাদের নামে মামলা দেয়া হল। মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের অন্যায় হয়েছে। এত ভিডিও ফুটেজ থাকার পরও ৮দিন পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কোন কিছু জানাতে পারলেন না। আমরা আমাদের মেরুদণ্ড ভাঙতে দিব না'।

আন্দোলনের অন্যতম মুখপাত্র রাজ বলেন, 'আমাদের খাবার ও মেডিকেল খরচের জন্য আমাদের সাবেক সাস্টিয়ানরা সাহায্য করে আসছিলেন। কিন্তু গতকাল থেকে তাদের সবার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের আর্থিকভাবে সাহায্য করায় আমাদের পাঁচ ভাইকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই'।