বৈধ কাগজপত্র না থাকায় ময়মনসিংহের মুক্তাগাছায় দুইটি বেসরকারী হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল মনসুরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান শহরের এই দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে। এসময় একই সাথে ভ্রাম্যমান আদালত দুটি প্রতিষ্ঠানকেই ৫ হাজার টাকা করে জরিমানা করে।
স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমান আদালত মুক্তাগাছা পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আরোগ্য মেকিলে সেন্টার ও দরিচারআনী বাজারের মুক্তাগাছা মডেল হাসপাতালে অভিযান চালায়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুটি সিলগালা ও অর্থ দন্ড করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাফিজুর রহমান, সহকারি সার্জন ডাঃ শফিউর রহমান উপস্থিত ছিলেন। এর আগে সম্প্রতি মুক্তাগাছায় আরো কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা ও এক চিকিৎসককে এক মাসের জেল দিয়েছিল ভ্রাম্যমান আদালত।