মেট্রোপলিট্রন ইউনিভার্সিটি সিএসই সোসাইটি ও এসই ইনোভেশন ফোরাম কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির তত্ত্বাবধানে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৩ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের উপস্থিতিতে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে মহাগ্রন্থ আল-কোরআন থেকে পাঠ করা হয়। এ ছাড়া গীতা পাঠও করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রিনা পালের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় রেজিস্টার তারেক ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. নজরুল হক চৌধুরী, পৃষ্টপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ নাসের খান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান, সিলেট বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২৩ এর সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, এসোসিয়েট প্রফেসর ফুয়াদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১১টায়। পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে স্পোর্টস ইভেন্টের আয়োজন করা হয়। বেলা পৌনে ২টায় নামাজের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে অংশগ্রহণ করে সিএসই সোসাইটির সাংস্কৃতিক সদস্যবৃন্দ। এরপর বেলা ৩টায় শুরু হয় সেমিনার ও শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন-উত্তরপর্ব।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও বিজ্ঞানের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গকুল চন্দ্র বিশ্বাস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. বেলাল আহমদ।
প্রশ্ন-উত্তর পর্ব শেষে বিকাল সাড়ে ৪টায় সেরা প্রশ্নকর্তা ও স্পোর্টস ইভেন্টে বিজয়ীদের মাঝে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সিএসই সোসাইটি ও এসই ইনোভেশন ফোরামের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিভাগীয় পর্যায়ের জুনিয়র ও সিনিয়র দুই বিভাগের সেরা ১০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয় এবং তাদের মেডেল বিতরণের পাশাপাশি সকল শিক্ষার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ করা হয়। বিভাগীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের চার জেলার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।