ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

মৌলভীবাজারে ৬ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১২:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতস্বরূপ মৌলভীবাজারের ৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

এছাড়া একই মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার অনুষ্ঠানস্থলে এবং ভার্চুয়ালি সকল জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার ৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করেন।

অনুষ্ঠানটিতে প্রধান নির্বাহী র্কমর্কতা, জেলা পরিষদ, মৌলভীবাজার খোদেজা খাতুন, উপপরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল হকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।