ঢাকা, সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

যশোরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন

যশোর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ মে ২০২২ ১২:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক) যশোর সদর উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে ফতেপুর ইউনিয়ন। সোমবার বিকেলে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে  ফতেপুর ইউনিয়ন ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে হৈবতপুর ইউনিয়নকে। ফতেপুর ইউনিয়নের  নাফিজ হোসেন সিয়াম হ্যাটট্রিক করেন। তিনি ম্যাচের ১৭, ৬১ ও ৬৩ মিনিটে গোল তিনটি করেন। এছাড়া সজীব হোসেন ৩ ও ৩৯ মিনিটে ২ টি এবং আসিফ হোসেন ২৬ মিনিটে এবং আশরাফুল ৪৮ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। ফতেপুর ইউনিয়ন প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলো। ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার পান  ফতেপুর ইউনিয়নের নাফিজ হোসেন সিয়াম। খেলা শেষে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার  অনুপ দাশ। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক শফিকুল আলম পারভেজ।  

এদিকে, আগামী ২৯ মে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) (বালক ও বালিকা)  জেলা পর্যায়ের খেলা শুরু হবে। খেলাগুলি হবে  যশোর স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে। বালক ও বালিক উভয় গ্রুপে হবে খেলা। এক এক গ্রুপে  ৮ টি উপজেলা ও পৌরসভা দল মিলে খেলবে ৯ টি দল।