যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খয়েরতলায় ভৈরব নদের উপর নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১২ আগস্ট) সকালে সেতুর পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কাশিমপুর ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এ সেতু দিয়ে কাশিমপুর ইউনিয়নের নুরপুর, ডাকাতিয়া, কনেজপুর, বিজয়নগরসহ ১০টি গ্রামের মানুষের যাতায়াত। দীর্ঘদিনের ভাঙ্গা ব্রিজটি সরকার নতুন করার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে যশোর এলজিইডি, সেতুর নকশা ও ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। হঠাৎ কাজ শুরুর আগেই সেতুর নির্মাণ কাজ বন্ধ করে এলজিইডি। তারা আরও বলেন, ভাঙা সেতুর উপর দিয়ে যাতায়াতের যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত ব্রিজের নির্মাণকাজ শুরু করার দাবি জানাই। এ বিষয়ে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান বলেন, সেতুর পাশেই যশোর ক্যান্টনমেন্ট বোর্ডের জমি রয়েছে। সীমানা জটিলতায় সেতুর কাজ আপাতত বন্ধ রয়েছে। সমস্যা নিরসনে আমরা যশোরের জেলা প্রশাসক ও ক্যান্টনমেন্ট বোর্ডের কাছে চিঠি দিয়েছি। আশা করি দ্রুত সমস্যা নিরসন হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- কাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লেয়াকত হোসেন টিপু, স্থানীয় বাসিন্দা আব্দুর করিম খান, ওবাইদুল শাকিল, মহাসিন মোল্লা, সরোয়ার হোসেন প্রমুখ।