যশোরের ঝিকরগাছা : ফেনী ও কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ অব্যহত রেখেছেন যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সদস্যরা। গত ২১ আগস্ট ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সদস্যরা নিজেদের অর্থায়নে প্রায় ২ লাখ টাকার খাদ্য সামগ্রী নিয়ে ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। সংগঠনের সদস্যরা আশ্রয় শিবিরসহ গভীর পানিতে নিজবাড়িতে আটকে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ইতিমধ্যে তাদের আরও একটি টিম প্রস্তুত করা হয়েছে।
ফ্রেন্ডস টুয়েন্টির সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান জানান, বিভিন্ন গণমাধ্যামে বানভাসী মানুষের কষ্টের বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন।
এদিকে জানতে চাইলে ১২টি আশ্রয় শিবিরের দায়িত্বে থাকা সুমন হোসেন ও বাহাদুর বলেন, তাদের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সকল গ্রামই পানিতে তলিয়ে গেছে। সেখানকার ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় শিবিরের মানুষের জন্য দিনরাত রান্না করা হচ্ছে। সেখানে প্রায় ৫০জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১২টি কেন্দ্রে থাকা মানুষের রান্নাকরা খাবার দেয়া হচ্ছে। গাছগাছিয়া আকরামুজ্জামান খান স্কুল এন্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আশ্রয় শিবিরের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, গত ২১ আগস্ট থেকে তারা এই তিনটি কেন্দ্রে থাকা প্রায় ৮শ’ মানুষকে রান্না করা খাবার খাওয়াচ্ছেন। এছাড়া কৃষকদের গরু ছাগলেরও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। গ্রামবাসির সাথে কেন্দ্রে ১০জন রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করে যাচ্ছে।