যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামে গত ১৫দিনের মধ্যে ৮ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এই ৮ বাড়ি থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ও মালামাল চুরি করে নিয়ে গেছে। জানাগেছে- গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে মোবারকপুর পালপাড়ার শ্যামল পালের বাড়ি থেকে ১টি মোটর ও ১টি টিউবওয়েল, মদন পালের বাড়ি থেকে ১টি মোটর ও ১টি ছাগল চুরি হয়েছে এবং বাবু পালের বাড়ি থেকে ১টি মোটর খোলার সময় বাড়িওয়ালা টের পেলে মোটরটি ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা। সম্প্রতি পাল পাড়ার ভাংড়ি ব্যবসায়ী রবিউলের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরি হয়। অশোক পালের বাড়ি থেকে প্রায় ১০ বান্ডেল রড ও গোপাল পালের বাড়ি থেকে প্রায় ১০ বান্ডেল রড একই রাতে চুরি হয়। মোবারকপুর শেখপাড়ার আনিছুরের বাড়ি থেকে ১টি ১০ মোটর চুরি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জিএম মশিউর রহমান এবিষয়ে বলেন- গ্রামবাসি চোর ধরার চেষ্টা করছে। গ্রামবাসিদেরকে বলা হয়েছে, সজাগ থাকতে। এবিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি। অব্যাহত চুরির ঘটনা ঘটায় মোবারকপুর গ্রামের বাসিন্দারা চোর আতংকে রয়েছে। গ্রামের অনেক জায়গায় রাত জেগে ওই গ্রামে মন্টু বিশ্বাস, আব্দুর রাজ্জাকসহ অনেকেই চুরিরোধে পাহারা দিচ্ছেন।